English to Bengali translation - set :1
হ্যালো বন্ধুরা
আজ আমরা শেয়ার করতে চলেছি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন|এই ট্রান্সলেশন গুলি ডব্লিউবিসিএস
পরীক্ষা সহ রাজ্য সরকারের যে কোন পরীক্ষা এবং পুলিশের এসআই এবং এসএসসি cpo, ক্লার্কশিপ
এমটিএস ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ | তাই তোমরা দেরি না করে এই ট্রান্সলেশন
পর্বটি খুব তাড়াতাড়ি মনোযোগ সহকারে পড়ো এবং প্র্যাকটিস করো যাতে করে তোমাদের প্রস্তুতি
আরো ভালো হয় |
বাংলা অনুবাদ : ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে। প্রদীপের সামনে একজন ব্রাহ্মণ একমনে একখানা বই পড়িতেছেন। ঘরের দরজা বন্ধ ছিল। হঠাৎ একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল। ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন, “কে রে?” কর্ত্তা, আমি, বলিয়া একটি লোক আসিয়া দাঁড়াইল। “কি চাই, ভিতরে আয়,” ব্রাহ্মণ তাঁহাকে আহ্বান করিলেন। সাহস পাইয়া লোকটি ঘরের মধ্যে প্রবেশ করিল। তারপর একমুহুর্ত দাঁড়াইয়া থাকিয়া তাঁহার পায়ের উপর পড়িয়া গেল।