কম্পিউটার সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উত্তর

কম্পিউটার সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উত্তর

 

কম্পিউটার সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উত্তর

প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র লক্ষ্য করলে দেখতে পারবেন জেনারেল ইন্টেলিজেন্ট প্রশ্ন-উত্তর গুলির মধ্যে কম্পিউটার বিশেষ গুরুত্বপূর্ণ কম্পিউটারে অনেক প্রশ্ন আছে যেগুলো Rail, WBP, KP, SSC, PSC এই ধরনের গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষা গুলিতে প্রতিনিয়তঃ বারেবারে আসতে দেখা গিয়েছে আজকে সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করতে চলেছে আপনাদের সামনে | আপনারা যারা আমাদের ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করেছেন তাদের রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের সমস্ত পরীক্ষার প্রিপারেশন নেয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নিযুক্ত হবেন |


Telegram

Whatsapp

Join

Join



1➤ কম্পিউটার শব্দের অর্থ কি ?

=> গণনাকারী যন্ত্র

2➤ আধুনিক কম্পিউটারের জনক কে?

=> চারলেস বাবেজ

3➤ কম্পিউটারের স্মৃতি কত প্রকার ?

=> কম্পিউটারের স্মৃতি দুই প্রকার হয়ে থাকে

4➤ LCD পুরোকথা কি?

=> Liquid Crystal Display

5➤ PC কথার অর্থ কি?

=> Personal Computer ( পার্সোনাল কম্পিউটার )

6➤ CPU কি ?

=> Central Processing Unit

7➤ 1 KB=?

=> 1024 Byte

8➤ কম্পিউটারের আবিষ্কারক কে ?

=> হাওয়ার্ড এইকিন

9➤ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

=> Rom

10➤ কম্পিউটারে কোন জিনিসটি নেই ?

=> বুদ্ধি ও বিবেচনা

11➤ ভিডিও শেয়ারিং সাইট অর্থাৎ ইউটিউব এর প্রতিষ্ঠাতা কে ?

=> স্টিভ চাল ও জাভেদ করিম

12➤ কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ?

=> সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

13➤ ইমেইল কি ?

=> ইলেকট্রিক মেইল

14➤ কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে ?

=> মাইক্রোপ্রসেসর

15➤ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে ?

=> হার্ডওয়ার

16➤ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে ?

=> বিল গেটস

17➤ কম্পিউটারের ৱ্যাম কি ?

=> স্মৃতিশক্তি

18➤ ইন্টারনেট ব্যবহারের বর্তমানে শীর্ষ কোন দেশ?

=> চীন

19➤ IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি ?

=> Intel 4004

20➤ কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?

=> 1989 সালে

21➤ কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?

=> 8 প্রকার

22➤ চ্যাট কথার অর্থ কি

=> খোশগল্প করা

23➤ কম্পিউটারের "#" চিহ্নকে কি বলে ?

=> হ্যাস চিহ্ন

24➤ ওয়েব কথার অর্থ কি?

=> জাল

25➤ বাংলাদেশ অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে চালু হয় ?

=> 1996 সালে 4 ই জুন

26➤ অসংখ্য কম্পিউটার এর সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক কে কি বলে?

=> ইন্টারনেট

27➤ কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?

=> স্বপ্ন দেখা

28➤ মাউস ক্লিক বলতে কী বোঝায়?

=> মাউসের বোতাম টেপা

29➤ কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?

=> Compute

30➤ কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?

=> 3 ধরনের

GK Disari

GK Disari- এই ওয়েবসাইটে আপনারা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি চাকরির বিভিন্ন ধরনের পরীক্ষার প্রিপারেশন ও সাজেশন দেওয়া হয়। আপনারা যদি একজন সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটিকে আপনারা ফলো করুন প্রতিদিনে কারেন্ট অ্যাফেয়ার্স ও আমাদের দেওয়া সাজেশন গুলি আপনাকে সাফল্যের লক্ষ্যে নিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন