100 টি গুরুত্বপূর্ণ GK (WBP, PSC, SSC GD, BANK,) Part -1

100 টি গুরুত্বপূর্ণ GK (WBP, PSC, SSC GD, BANK,) Part -1



 পশ্চিমবঙ্গ পুলিসের যারা মেইন এক্সাম দিতে চলেছেন তাদের জন্য ভরপুর ইম্পরট্যান্ট কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যা আপনারা প্রতিবছর পরীক্ষার সফলতা পেতে আপনাদের সহায়তা করবে…। বিগত বছরে আসা যে সমস্ত প্রশ্ন গুলি রয়েছে সেগুলো কে ফলো করে তাদের সিলেবাস উপেক্ষা করে আমরা যে সমস্ত সাজেশন বানিয়েছি সেগুলো আপনাদের সামনে পরিবেশন করছি।


 আপনারা যদি আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন তাহলে আমরা আপনাকে পিডিএফ এর মাধ্যমে সাজেশন পাঠিয়ে দিতে পারব।

1➤ সাঁওতালরা কোন জাতির বংশধর ?

=> নেগ্রিটো জাতির বংশধর

2➤ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন ?

=> জেমস প্রিন্সেস
উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতাত্ত্বিক

3➤ বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?

=> উপনিষদকে

4➤ ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে তিনটি গিরিপথের নাম লেখ ?

=> খাইবার ও গোলাম

5➤ কার আমলে জুনাগর শিলালিপি রচিত হয়?

=> সোহাগ সম্রাট রুদ্রদামন এর আমলে

6➤ কোন শিলালিপি থেকে স্কন্দ গুপ্তের হন আক্রমণের পরিচয় পাওয়া যায়?

=> ভাতারি শিলালিপি থেকে

7➤ এলাহাবাদ শিলালিপি কার রচনা ?

=> সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের

8➤ নাসিক প্রশস্তি তে কোন সাতবাহন রাজার কৃতিত্ব বর্ণিত আছে ?

=> গৌতমীপুত্র সাতকর্ণী

9➤ নানাঘাট শিলালিপি কোন রাজার আমলে গঠিত হয় ?

=> সাতবাহন রাজার প্রথম সাতকর্ণী আমলে

10➤ বানভট্ট কার সভাকবি ছিলেন?

=> হর্ষবর্ধনের সভাকবি

11➤ হর্ষচরিত কার রচনা ?

=> বানভট্টের

12➤ বানভট্টের লেখা একটি জীবন চরিত্রের নাম লেখ?

=> হর্ষচরিত

13➤ রাজতরঙ্গিনী কার রচনা?

=> কল হানের

14➤ অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?

=> কৌটিল্য
কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী

15➤ আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

=> চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী সভাকবি রবি কীর্তি

16➤ মুদ্রারাক্ষস কে রচনা করেন?

=> বিশাখদত্তের

17➤ ভারতে মোট পুরাণের সংখ্যা কয়টি? এদের মধ্যে তিনটি পুরাণের নাম লেখ?

=> ভারতের পুরাণের সংখ্যা 18 টি এদের মধ্যে তিনটি পুরান হল , বিষ্ণুপুরাণ, রায়পুরান, মৎস্য পুরাণ,

18➤ প্রাচীন ভারতের জাতি গোষ্ঠী কে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি ?

=> প্রাচীন ভারতের জাতিগোষ্ঠীকে মোট চারটি ভাগে ভাগ করা হয়।
1) আর্য জাতি 2) দ্রাবিড় জাতি 3) নেগ্রিটো জাতি, 4) মঙ্গোলীয় জাতি

19➤ কারা নাড্রিক নামে পরিচিত ?

=> আর্যরা

20➤ রাজপুতরা কোন জাতির বংশধর ?

=> কোন জাতির বংশধর

21➤ বুদ্ধচরিত কে রচনা করেন?

=> অশ্বঘোষ

22➤ গীতগোবিন্দ কাব্য কে রচনা করেন?

=> কবি জয়দেব

23➤ গৌরবাহ গ্রন্থের রচয়িতা কে?

=> বাক পতিরাজ

24➤ মহাবীর কালিদাসের লেখা কাব্য গুলির নাম লেখ?

=> অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদুত, মালবিকাগ্নাম

25➤ সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?

=> রামচরিত এর লেখক

26➤ আইন-ই-আকবরী কে রচনা করেন?

=> আবুল ফজল

27➤ প্লিনির রচিত গ্রন্থটির নাম কি?

=> ন্যাচারাল হিস্ট্রিরিও
ভারত থেকে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেন

28➤ তহকিক ই হিন্দ কার রচনা

=> অল বিনুনির

29➤ প্রাচীনকালে দুজন রোমান লেখক এর নাম কি?

=> প্লুটার্ক ও প্লিনি

30➤ মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম কি ?

=> জেন ফ্রঁসোয়া জারিজ
1974 সালে আবিষ্কৃত হয় বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেলুচিস্তানের মধ্যবর্তী স্থান বোলান গিরিপথ এর কাছে কয়টার থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত

31➤ ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?

=> 8500 বছর প্রাচীন

32➤ ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?

=> পাঞ্জাব দক্ষিণ তামিলনাড়ু

33➤ ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি

=> মেহেরগড় সভ্যতা

34➤ হরপ্পা সভ্যতা কোন পাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

=> ভারতের তাম্র প্রস্তর যুগের সমসাময়িক সভ্যতা নিদর্শন

35➤ পশু পালনের উপর ভিত্তি করে কোন সভ্যতা গড়ে উঠেছিল ?

=> মেহেরগড় সভ্যতা

36➤ সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন ?

=> বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ?

37➤ হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা?

=> কৃষিভিত্তিক সভ্যতা

38➤ কোন সভ্যতায় মানুষ ঘোড়ার ব্যবহার শেখে?

=> হরপ্পা সভ্যতা

39➤ হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুর তৈরি?

=> তামা ও টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ ধাতু

40➤ ভারতীয় পাক ঐতিহাসিক যুগে প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

=> গুজরাটের লোথালে

41➤ হরপ্পা সভ্যতার কালসীমা কত ?

=> 3000-1500

42➤ রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?

=> রাজস্থানের কালিবঙ্গান
গুজরাটের লোথাল বন্দর এর সাহায্যে এদের ব্যবসা বাণিজ্য চলত

43➤ হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক সভ্যতা?

=> মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার

44➤ আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল?

=> উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী এবং গাঙ্গে উপত্যকায়

45➤ আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি?

=> নেস্কো

46➤ ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি?

=> বেদ

47➤ বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রধান অবদান কি?

=> উন্নত নগর পরিকল্পনা

48➤ প্রাচীন ভারতের দুটি নগরের নাম লেখ ?

=> হরপ্পা ও লোথাল

49➤ ঋক বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি ?

=> অগ্নি

50➤ বেদের অপর নাম কি?

=> শ্রুতি

51➤ পৃথিবীর কসাইখানা কাকে বলে?

=> শিকাগোকে

52➤ বায়ুমন্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?

=> ট্রপোস্ফিয়ার

53➤ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?

=> শ্রীহরিকোটা

54➤ মারদেকা সংবাদপত্র টি কোথা থেকে প্রকাশিত হয় ?

=> কায়রো

55➤ ভারতের আখ গবেষণাগার কোথায় অবস্থিত?

=> হায়দ্রাবাদে

56➤ পৃথিবীর প্রথম কোথায় পাতাল রেল চালু হয়?

=> প্যারিসে

57➤ তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

=> ছত্রিশগড়

58➤ কুকি অঙ্গমী উপজাতি কোথায় বসবাস করে?

=> মণিপুরে

59➤ মহাবীরের মাতার নাম কি?

=> দূর শালা

60➤ ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়?

=> 1690 সালে

61➤ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে?

=> দিল্লির

62➤ কাঞ্চির কৈলাস মন্দির কে নির্মাণ করেন?

=> প্রথম রাজ রাজ

63➤ শস্য সংরক্ষণের কি ব্যবহৃত হয়?

=> সোডিয়াম ব্লেনজয়েন

64➤ দামোদর উপত্যকায় বহুমুখী নদী পরিকল্পনা কোন প্রকল্প অনুসরণ করে পরিকল্পিত হয়েছে ?

=> মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যাকা প্রজেক্ট

65➤ অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি?

=> বক্সাইট

66➤ নর্মদা নদী প্রবাহিত হয় কোন উপত্যকা দিয়ে ?

=> চুক্তি দ্বারা গঠিত উপত্যকা দিয়ে

67➤ পশ্চিমঘাট এর পশ্চিম দিকে কোন খন্ড দ্বারা গঠিত ?

=> Fault Scrap

68➤ গঙ্গা নদী বঙ্গোপসাগরে কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

=> এষ্টয়ারি

69➤ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কি?

=> লৌহ কনার সমৃদ্ধ

70➤ মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কে কি বলে ?

=> রেগুর মৃত্তিকা

71➤ ভারতে কূপের সাহায্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচ করা হয়?

=> রাজস্থান

72➤ সিদ্ধা কোন প্রদেশের লোকনৃত্য ?

=> পাঞ্জাব

73➤ ওজন ছিদ্র কোথায় দেখা যায়?

=> আন্টার্টিকায়

74➤ কোন নদী সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে

=> মহানদী

75➤ হোয়াইট কোল কাকে বলে?

=> হাইড্রো ইলেকট্রিসিটি

76➤ বড়বাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত?

=> উড়িষ্যার কটক কে

77➤ গিল্ডার কোন দেশের মুদ্রা

=> হল্যান্ড

78➤ নাসার কিউরিওসিটি রেইডার কোন গ্রহে অবতারণা করেছেন?

=> মঙ্গল

79➤ সাদা হাতির দেশ কাকে বলা হয়?

=> থাইল্যান্ডকে

80➤ কোন দেশকে চিনির পাত্র বলে ?

=> কিউবাকে

81➤ কোন প্রাণী শাবককে Colt বলে?

=> ঘোড়ার

82➤ অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?

=> মহারাষ্ট্রে

83➤ ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি?

=> ইন্দিরা গান্ধী জলসেচ

84➤ ভারতবর্ষের অধিকাংশ নদী কোথায় মিশেছে?

=> বঙ্গোপসাগরে

85➤ ভারতের বৃহত্তম কয়লা খনি লিগনাইট কোথায় অবস্থিত ?

=> তামিলনাড়ুতে

86➤ সুবর্ণরেখা নদীর গতিপথে সৃষ্ট জলপ্রপাত এর নাম কি ?

=> হুড্রু জলপ্রপাত

87➤ ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার এর নাম কি?

=> ট্রমবে

88➤ অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে.

=> নর্মদা নদীর

89➤ সাতপুরা পর্বত মালা কোন জাতীয় পর্বতমালা ?

=> একটি স্তুপ পর্বত মালা

90➤ ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?

=> আরাবল্লী পর্বতমালা

91➤ পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক ?

=> দক্ষিণ 24 পরগনা

92➤ ভারতের জলসেচ যোগ্য জমির পরিমাণ কত ?

=> 33%

93➤ কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে?

=> পাললিক শিলায় কয়লা সঞ্চিত থাকে

94➤ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

=> সিয়াচেন

95➤ সূর্যের নিকটতম গ্রহের নাম কি?

=> নিকটতম গ্রহের নাম বুধ ও দ্রুততম গ্রহের নাম কি

96➤ পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ?

=> বীরভূম জেলায়

97➤ দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের জলবায়ু প্রকৃতি কিরূপ?

=> আদ্র নাসিনীতশ্ন

98➤ পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?

=> অনন্ত বর্মন

99➤ কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?

=> নরসিংহ বর্মন

100➤ পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক কোনটি ?

=> রবীন্দ্র সরোবর

GK Disari

GK Disari- এই ওয়েবসাইটে আপনারা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি চাকরির বিভিন্ন ধরনের পরীক্ষার প্রিপারেশন ও সাজেশন দেওয়া হয়। আপনারা যদি একজন সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটিকে আপনারা ফলো করুন প্রতিদিনে কারেন্ট অ্যাফেয়ার্স ও আমাদের দেওয়া সাজেশন গুলি আপনাকে সাফল্যের লক্ষ্যে নিয়ে যাবে।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন